এসএসসি পাশে মোবাইল অপারেটর কোম্পানি তে রিটেইল সেলস অফিসার পদে নিয়োগ দিচ্ছে আইএমএস
দেশের শীর্ষ স্থানীয় মোবাইল অপারেটর কোম্পানি এর জন্য বিভিন্ন পরিবেশক প্রতিষ্ঠানে কিছু সংখ্যক রিটেইল সেলস অফিসার পদে নিয়োগ দিচ্ছে নিয়োগদাতা প্রতিষ্ঠান আইএমএস।আগ্রহীরা আগামী ২১ অক্টোবর ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।
> প্রতিষ্ঠান: মোবাইল অপারেটর কোম্পানি এর পরিবেশক প্রতিষ্ঠান।
> পদ: রিটেইল সেলস অফিসার ।
> পদসংখ্যা: ৪০টি।
> শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। তবে অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য ।
> অতিরিক্ত যোগ্যতা: আগ্রহী প্রার্থীদের পরিশ্রমী,স্পষ্টভাষী ও স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে।
> বেতন: ১৭,০০০-২২,০০০ টাকা। (আলোচনা সাপেক্ষে)
> অন্যান্য সুযোগ সুবিধা: মোবাইল বিল, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, বীমা, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস ও কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
> চাকরির ধরন: ফুলটাইম।
> প্রার্থীর ধরন: পুরুষ।
> বয়স: ১৮-৪০ বছর।
> কর্মস্থল: ঢাকা (নবাবগঞ্জ, দোহার, উত্তরা, বাড্ডা, উত্তরখান, বনানী, খিলক্ষেত, তেজগাঁও), নারায়ণগঞ্জ (সদর, বন্দর, আড়াইহাজার, ফতুল্লা, সোনারগাও, রুপগঞ্জ), মুন্সীগঞ্জ (সদর, টঙ্গীবাড়ি, শ্রীনগর ও সিরাজদিখান)।
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রসমূহ নিম্নলিখিত ই-মেইল ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে।
> ই-মেইল: pickdejob@gmail.com
আবেদনের শেষ সময়: ২১ অক্টোবর ২০২৩
